শাহ আমানতে স্বর্ণের বারসহ আটক সাজ্জাদ হোসেন কারাগারে
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ১০টি স্বর্ণের বারসহ আটক সাজ্জাদ হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার রাতে সাজ্জাদ হোসেনকে (২৬) আসামি করে মামলা করেন কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. নাজমুল হোসাইন। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক সাজ্জাদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব ধলই সাদেক নগর গ্রামের আলী আহম্মদ দফাদার বাড়ির মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে। বৃহস্পতিবার দুপুরে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী সাজ্জাদকে ১০ স্বর্ণের বারসহ আটক করা হয়।
শাহ আমানত বিমানবন্দরের দায়িত্বে থাকা কাস্টমস উপ-কমিশনার নিয়ামুল কবির জাগো নিউজকে বলেন, জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের ‘বিজি-৪১৩৬’ ফ্লাইটের এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যাত্রীর লাগেজে থাকা একটি খেলনা গাড়ির লিথিয়াম ব্যাটারির কার্বনের মাঝে কালো রঙের স্কচটেপ দিয়ে রাখা হয় স্বর্ণবারগুলো।
ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম