ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

নাগরিকদের মেয়রের ভূমিকায় দেখতে চান সাঈদ খোকন

প্রকাশিত: ০৭:৩৩ এএম, ১৩ জানুয়ারি ২০১৬

সিটি কর্পোরেশনের প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকায় দেখতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, একজন মেয়র গুটি কয়েক কর্মকর্তা-কর্মচারী নিয়ে সিটি কর্পোরেশনের অসংখ্য সমস্যা নিরিসন করা সম্ভব নয়। তাই প্রতিটি নাগরিককেই মেয়রের ভূমিকা পালন করতে হবে।

বুধবার রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে ‘পরিচ্ছন্ন বছর ২০১৬’ উপলক্ষে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Sayeed

রাস্তা ঘাট, স্ট্রিক লাইট, বর্জ ব্যবস্থাপনাসহ সব কিছুতেই সমস্যা রয়েছে উল্লেখ করে মেয়র বলেন, প্রতিটি নাগরিকের সহযোগিতায় তা দূর করা সম্ভব। নিজেদের ঘর যেমন আমরা পরিষ্কার রাখি, তেমনি নিজের শহরকে গুছিয়ে রাখতে হবে।

সাঈদ খোকন বলেন, যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন, সন্ধ্যা ৭টার পর ডাস্টবিন অথবা কন্টেইনারে বর্জ ফেলুন। আপনাদের সচেতনতাই পরিবর্তনের শক্তি। অনলাইনের মাধ্যেমে ট্রেড লাইসেন্স দেয়ার চেষ্টা চলছে এবং হোল্ডিং ট্যাক্স মোবাইলের মাধ্যেমে পরিশোধ করার উদ্যেগ গ্রহণ করা হয়েছে।

Sayeed

আগামী ১৪ ফেব্রুয়ারি ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে ঢাকা সিটি কর্পোরেশনের নাগরিকরা নিজের শহরকে ভালোবেসে যে যার অবস্থান থেকে পরিচ্ছনতা কর্মসূচিতে অংশ নেয়ারও আহবান জানান সাঈদ খোকন।

পরিস্কার-পরিচ্ছন্ন উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আলমগীর চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দীনসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।

এএস/আরএস/এমএস

আরও পড়ুন