ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সেনাবাহিনীর ইএমই কোরের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ১১:৪২ এএম, ১২ জানুয়ারি ২০১৬

বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের রিক্রুটদের (২০১৫ রিক্রুট ব্যাচ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৩০ জন মহিলা রিক্রুটসহ মোট ১০৬ জন রিক্রুট শপথ গ্রহণ করে। জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাসুদ রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

তিনি ইএমই কোরের অকুতোভয় যে সকল সদস্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের কথা স্মরণ করেন এবং নবীন সৈনিকদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত কাজে আত্মনিয়োগ করার জন্য উপদেশ দেন। উক্ত প্রশিক্ষণে রিক্রুট কনক কুমার শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হয়।

সামরিক বাহিনীর সৈয়দপুর অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন অফিসার ও অন্যান্য পদবির সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ এবং রিক্রুটদের অভিভাবকগণ এ কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করেন।

এসএ/একে/আরআইপি