ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৭ মার্চ ২০২২

রাজধানীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস লিমিটেড। এসময় জরিমানা করা হয়েছে এক লাখ ১৩ হাজার টাকা।

সোমবার (৭ মার্চ) রাজধানীর খিলগাঁও এলাকার শেখের জায়গা ও মান্ডা এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈনুল হক। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তিতাসের কর্মকর্তারা।

মো. মঈনুল হক জানান, দুই জায়গায় অভিযান চালিয়ে আমরা ১০ জনকে ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করেছি। লাইন কাটা হলেও কোনো কোনো বাড়ি পুরুষশূন্য হয়ে যাওয়ায় আমরা সবার কাছ থেকে জরিমান করতে পারিনি।

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের উপ-ব্যবস্থাপক কাজী মঈন বলেন, দুই এলাকায় ৬টির মতো লাইন কাটা হয়েছে। যার পাইপের পরিমাণ ৫০০ ফুটের মতো। এই বিচ্ছিন্ন করা লাইনের মধ্যে আনুমানিক ৪০০ থেকে সাড়ে ৪০০ গ্যাসের চুলা ছিল।

এমআইএস/এমএইচআর/এএসএম