ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রথম দিনের প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত: ০৭:৪২ এএম, ২৩ নভেম্বর ২০১৪

সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনীর প্রথম দিনের পরীক্ষা। রোববার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সারাদেশে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার প্রথম দিন সকালে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। সকল রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান তারা যেন পরীক্ষার সময় পরীক্ষা বিঘ্নকারী ধরণের কর্মসূচি না দেয়। কোচিং সেন্টার বন্ধে সরকার দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। তারপরও এগুলো বন্ধ হয়নি। তবে এবার প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটেনি।’

পরীক্ষার সূচি অনুযায়ী, প্রাথমিক সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংরা, ২৫ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ২৬ নভেম্বর প্রাথমিক বিজ্ঞান, ২৭ নভেম্বর ধর্ম ও নৈতিক শিক্ষা ও ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইবতেদায়ী সমাপনীতে ২৩ নভেম্বর ইংরেজি, ২৪ নভেম্বর বাংলা, ২৫ নভেম্বর পরিবেশ পরিচিতি সমাজ ও পরিবেশ পরিচিতি বিজ্ঞান, ২৬ নভেম্বর আরবী, ২৭ নভেম্বর কুরআন ও তাজবীদ এবং আকাঈদ ও ফিকহ্, ৩০ নভেম্বর গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।