সুপ্রিম কোর্টে নিজামীর আপিল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সুপ্রিম কোর্টে আপিল করেছেন। রোববার সকাল ১১টার দিকে নিজামীর খালাস চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বিভাগে একটি আপিল আবেদন করা হয়।
নিজামীর পক্ষে আবেদনটি দাখিল করেছেন অ্যাডভোকেট (অন রেকর্ড) জয়নাল আবেদীন। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিল আবেদনে মতিউর রহমান নিজামীর পক্ষে ১৬৮টি গ্রাউন্ড তুলে ধরা হয়েছে।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকায় একাত্তরে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সভাপতি ও আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীকে ২৯ অক্টোবর মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলাতেও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিজামী ২০১০ সালের ২৯ জুন থেকে কারাগারে আটক রয়েছেন।
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা