লিবিয়ায় ৯ মাস জেল খেটে দেশে ফিরলেন ১১৪ জন
দালালের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় গিয়ে গ্রেফতার ১১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তারা দালালদের ১১ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিল ইতালি যাওয়ার জন্য। ধরা পড়ার পর তাদের সবাই ৬ থেকে ৯ মাস পর্যন্ত জেল খেটেছেন।
বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল সোয়া ৮টায় তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।
লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ও জাতিসংঘের দ্য ইউনাইটেড নেশনস মাইগ্রেশন এজেন্সির (আইওএম) সহায়তায় বাংলাদেশিরা দেশে ফেরেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক পলাশ লিবিয়া থেকে ১১৪ জন বাংলাদেশির দেশে ফেরার তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বোরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তারা এসেছেন। ফ্লাইটটি সকাল সোয়া আটটায় বাংলাদেশে অবতরণ করে।
২০২১ সালের বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভিজিট ভিসায় দুবাই, ওমান, মালয়েশিয়া যান এসব ভুক্তভোগী। সেখান থেকে দালালের মাধ্যমে লিবিয়ায় গেলে, দালালরা ত্রিপোলিতে নিয়ে তাদের গেমঘরে রাখেন। সেখান থেকে বিভিন্ন সময়ে লিবিয়ার পুলিশ ও সেনাবাহিনীরা তাদের গ্রেফতার করে।
ভুক্তভোগীদের প্রত্যেকেই দালালদের ১১ থেকে ১৫ লাখ টাকা করে দিয়েছিলেন ইতালি যাওয়ার জন্য। তবে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ধরা পড়ার পর যাত্রীদের সবাই ৬ থেকে ৯ মাস পর্যন্ত জেল খেটেছেন।
পরে আইওএম আউট পাস নিয়ে তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসে। সবাইকে খাবার ও চার হাজার ৭৫০ টাকা অর্থ সহযোগিতা দেওয়া হয়েছে।
টিটি/কেএসআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ সৌদিতে সেবাদানকারী কোম্পানির সঙ্গে হজ এজেন্সিকে চুক্তির নির্দেশ
- ২ বঙ্গবন্ধু রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলবে মঙ্গলবার
- ৩ পুলিশের দুর্বলতা ছিল বলেই ঘটনা সংঘর্ষের দিকে গেছে: উপদেষ্টা নাহিদ
- ৪ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থাকে পুলিশ
- ৫ চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে ডিবিতে সনাতনী মঞ্চের নেতারা