ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পানি ব্যবস্থাপনা দেখতে মিসরে সংসদীয় কমিটি

প্রকাশিত: ১১:৫৮ এএম, ১১ জানুয়ারি ২০১৬

পানি ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা সফরে অংশ নেয়ার জন্য মিসর উড়াল দিয়েছে সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দলটি মিসর গেছে। তবে ১১ সদস্যের ওই প্রতিনিধি দলের কয়েকজন ১৫ জানুয়ারি মিসর যাবেন।

জানা গেছে, পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ‘water management  and implementation  of  water infrastrucure works’ প্রোগ্রামের আওতায় এ শিক্ষা সফরে অংশ নিচ্ছেন তারা। ১৯ জানুয়ারি পর্যন্ত সেখানে অবস্থান করবেন কমিটির সদস্যরা।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে ওই প্রতিনিধি দলের অন্য এমপিরা হলেন- মোহাম্মদ নজরুল ইসলাম, একে এম ফজলুল হক, ফরিদুল হক খান দুলাল,  মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, রেজওয়ান আহম্মদ তৌফিক, মোস্তাফিজুর রহমান চৌধুরী, অনুপম শাহজাহান জয় ও সেলিনা জাহান লিটা।

এছাড়া সভাপতির একান্ত সচিব মো. সাইফুল্লাহ ও কমিটি অফিসার আসিফ হাসান প্রতিনিধি দলে রয়েছেন।

এ বিষয়ে কমিটির সদস্য একে এম ফজলুল হক সোমবার বিকেলে জাগো নিউজকে বলেন, ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অধিকাংশই দুপুরে মিসর রওনা হয়েছেন। আমি ১৫ জানুয়ারি তাদের সঙ্গে যোগ দেব।

এইচএস/একে/আরআইপি