বিএমডব্লিউ গাড়ি পেলেন নতুন সিইসি
যাতায়াত সুবিধার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন পুল থেকে অত্যাধুনিক বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গত শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন কমিশনারকে আগামী পাঁচ বছরের জন্য নিয়োগ দেন। ওইদিনই মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সিইসি ও চারজন নির্বাচন কমিশনারকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শপথ নেওয়ার পরই সদ্য সাবেক সিইসি কে এম নূরুল হুদার ব্যবহৃত বিএমডব্লিউ গাড়িটি (ঢাকা-মেট্রো-ভ-১১-১৯৬৬) পরিবহন পুল থেকে নতুন সিইসির নামে বরাদ্দ দেওয়া হয়।
সিইসির গাড়িচালক রাজীব মোল্লা জাগো নিউজকে জানান, সাবেক সিইসি স্যার পদ ছাড়ার পর গাড়িটি পরিবহন পুলে জমা দেওয়া হয়। গতকাল শপথ নেওয়ার পর নতুন সিইসি স্যারের বাসায় বিএমডব্লিউ গাড়িটি পাঠানো হয়।
মানসম্মত গাড়ি না থাকায় ২০১৮ সালের অক্টোবরে ইসি সচিবালয় থেকে একটি ভালো মানের গাড়ির জন্য চাহিদাপত্র দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিত ওই বছরের ১৪ অক্টোবর সিইসির নামে একটি বিএমডব্লিউ গাড়ি বরাদ্দ দেওয়া হয়। নতুন সিইসি পদাধিকারবলে কে এম নূরুল হুদার ব্যবহৃত গাড়িটি বরাদ্দ পেয়েছেন।
সোমবার সকালে প্রথম দিনের কার্যদিবসে বিএমডব্লিউ গাড়িতে চড়েই নির্বাচন কমিশন ভবনে আসেন কাজী হাবিবুল আউয়াল।
জানা গেছে, বিগত সরকারের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে কয়েকজন সিনিয়র মন্ত্রীকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি দেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিএমডব্লিউ গাড়ি পাওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বিএমডব্লিউ গাড়ি উপহার পাওয়ার পর ফিরিয়ে দেন।
মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসিভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের সময় পশ্চিম জার্মানির বিশ্বখ্যাত ব্র্যান্ডের এ গাড়িগুলো আনা হয়। সম্মেলনের পর গাড়িগুলো অব্যবহৃত অবস্থায় ছিল। পরে চাহিদার পেরিপ্রেক্ষিতে ওই সময় সিইসি নূরুল হুদার নামেও একটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়।
আইএইচআর/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জামুকা-মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন
- ২ শাহজালালে লাউঞ্জ চালু করায় প্রশংসা করলেন বিমান উপদেষ্টা
- ৩ সংবিধান সংশোধনের একমাত্র অধিকার পার্লামেন্টের: হাসান আরিফ
- ৪ পর্যাপ্ত ও মানসম্পন্ন জলবায়ু অর্থায়নের আহ্বান জানালো বাংলাদেশ
- ৫ ১০ ডিসেম্বর থেকে প্রবাসীদের পাসপোর্ট পৌঁছানো হবে: আইন উপদেষ্টা