ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

হালদা থেকে সাড়ে ৩ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে সদরঘাট থানা নৌপুলিশ।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীর কচুখাইন, ছায়ার চর ও হালদা-কর্ণফুলি নদীর মোহনাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছে। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম পরিচালনা করে। আজ একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করছে- এমন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও ভাসান জাল জব্দ করা হয়েছে।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আজ বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নিষিদ্ধ জাল জব্দ করা হয়। হালদার জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’

মিজানুর রহমান/এমএএইচ/এএসএম