দেশে জ্বালাও পোড়াও করার জবাব পেয়েছে বিএনপি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশে জ্বালাও পোড়াও করার জবাব পেয়েছে বিএনপি। এ কারণেই পৌর নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
রোববার রাজধানীর মুগদা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশের মানুষ উন্নয়ন চায়। উন্নয়নে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও দেশের মানুষ আওয়ামী লীগকেই ভোট দিবে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইন্টার পার্লামেন্টারীয়ান ইউনিয়নের (আইপিইউ) চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক, মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সানিয়া তাহমিনা ও উপাধ্যক্ষ ডা. শাহ গোলাম নবী তুহিন।
বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবসের গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় জীবনের এই স্মরণীয় দিনে মুগদা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী মুগদা হাসপাতাল প্রতিষ্ঠার পর তা কলেজে রূপান্তর করেছেন। শুধু তাই নয়, এখানে আন্তর্জাতিক মানের নার্সিং ইনস্টিটিউট স্থাপন করার চিন্তাভাবনাও করছে সরকার।
একাগ্রচিত্তে লেখাপড়ায় মনোযোগ রাখার পরামর্শ দিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাসিম বলেন, চিকিৎসা একটি মহান পেশা। মেধাবীরাই চিকিৎসাশাস্ত্রে লেখাপড়ার সুযোগ পেয়ে থাকে। তাদের কাছে পরিবার ও দেশবাসীর অনেক প্রত্যাশা।
সুচিকিৎসক হতে গেলে ধুমপানসহ যেকোনো মাদক থেকে দূরে থাকতে নতুন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, আগামী বছর থেকে এমবিবিএস ও বিডিএস ভর্তির ক্ষেত্রে ধুমপান করে না এমর্মে প্রত্যয়ন পত্র জমা দেওয়ার আইন প্রণয়ন করা হবে। তিনি এসময় কর্মরত চিকিৎসকদেরকেও ও শিক্ষককেও ধুমপান থেকে দূরে থাকার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দরিদ্র মানুসের সেবা দিতে এমবিবিএস কোর্স সম্পন্ন করার পর গ্রামে ন্যূনতম তিন বছর অবস্থান করার মানসিকতা গড়ে তুলতে হবে। কারণ দরিদ্রদের জন্য সরকারি হাসপাতাল ছাড়া বিকল্প নেই। হাসপাতালে আগত রোগীদের মায়ের মমতা, বাবার স্নেহ দিয়ে সেবা দেয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ দেন মোহাম্মদ নাসিম।
উল্লেখ্য, এবছর থেকে মুগদা মেডিকেল কলেজসহ দেশে নতুন ছয়টি সরকারি মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের যাত্রা শুরু হচ্ছে।
এমইউ/এএইচ