ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফুটওভার ব্রিজ ব্যবহার না করলে জেল-জরিমানা

প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২২ নভেম্বর ২০১৪

যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধে ২৫ নভেম্বর থেকে রাজধানীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে। রাস্তা পারাপারে ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার না করে গাড়ি থামিয়ে রাস্তা পার হলে জেল-জরিমানা গুনতে হবে।

শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপি কমিশনার বেনজীর আহমদ।

তিনি বলেন, `নগরীতে রাস্তা পারাপারে চরম বিশৃঙ্খলা অবস্থা দেখা দিয়েছে। অনেকে হাত তুলে গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে যানজট তৈরি হয়। বিভিন্ন স্থানে ফুটওভার ব্রিজ থাকলেও নাগরিকরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। এতে যেমন ট্রাফিক সিস্টেমকে বাধাগ্রস্ত করছেন, নিজের জীবনকেও বিপন্ন করছেন, তেমনি শহরকে বিশৃঙ্খল করে দিচ্ছেন।`

ডিএমপি কমিশনার বলেন, `রাস্তা পার হওয়ার বিষয়ে আমরা নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছি। আমরা আশা করি এতে নগরবাসীর মধ্যে নতুন আচরণ দেখতে পারবো। আমরা নগরবাসীর সমর্থন প্রত্যাশা করছি। আমরা অনুরোধ করব- যারা নগরে বসবাস করেন, তারা নগর সংস্কৃতির সাথে পরিচিত ও অভ্যস্থ হবেন।`

ডিএমপির কর্মসূচির বিষয়ে তিনি বলেন, `আজ, আগামীকাল ও পরশু সচেতনতা চালিয়ে যাব। আমরা প্রথমে মানুষকে অনুরোধ করব ফুটওভার ব্রিজ ব্যবহার করার জন্য। ২৫ নভেম্বর থেকে হোটেল রূপসী বাংলা থেকে ফার্মগেট পর্যন্ত মোবাইল কোর্ট বসবে। যদি কেউ ফুটওভার ব্রিজ কিংবা আন্ডারপাস ব্যবহার না করে তাহলে মোবাইল কোর্ট শাস্তি দেবে। ২শ টাকা জরিমানা অথবা ৬ মাসের জেল হতে পারে। এক সপ্তাহ এ মোবাইল কোর্ট চলবে। উদ্দেশ্য জেল-জরিমানা নয়, উদ্দেশ্য নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।`