ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

তোশাখানা জাদুঘরের সময়সূচি জানালো মন্ত্রিপরিষদ বিভাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

তোশাখানা জাদুঘরের সময়সূচি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এই সময়সূচি মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, তোশাখানা জাদুঘরের সংরক্ষিত উপহার সামগ্রী সর্বসাধারণের জন্য নিয়মিত প্রদর্শন করা হচ্ছে। সময়সূচি অনুযায়ী, গ্রীষ্মকালে শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। শীতকালে সকাল ১০টায় খুললেও বন্ধ হবে বিকেল ৫টায়।

শুক্রবার গ্রীষ্মকালে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং শীতকালে ৫টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। বুধবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এছাড়া অন্যান্য সরকারি ছুটির দিন জাদুঘর বন্ধ থাকে। তবে ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর সর্বসাধারণের জন্য জাদুঘর খোলা রাখা হয় বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

২০১৮ সালের ১৫ নভেম্বর রাজধানীর বিজয় সরণির বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় তোশাখানা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫০ হাজার স্কয়ার ফিট এলাকাজুড়ে পাঁচতলা অত্যাধুনিক এ রাষ্ট্রীয় তোষাখানা জাদুঘরটি নির্মাণ করতে খরচ হয়েছিলো ৮০ কোটি টাকা।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়। এর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সরকারের প্রতিনিধিদের বিভিন্ন দেশ থেকে পাওয়া সব রাষ্ট্রীয় উপহার সামগ্রী, গুরুত্বপূর্ণ দেশি-বিদেশি সম্মাননাও এখানে সংরক্ষণ করা হয়।

আরএমএম/এসএইচএস/এএসএম