ঢাকা আসছেন নিশা দেশাই
যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশ সফরে আসছেন। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ২৩ নভেম্বর রোববার থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ভারত, নেপাল , বাংলাদেশ, উজবেকিস্তান ও সুইজারল্যান্ড সফর করবেন নিশা দেশাই। এই সফরে বিশ্ব অর্থনীতিতে আঞ্চলিক অর্থনৈতিক যোগাযোগ এবং দক্ষিণ এশিয়ার ভূমিকা বর্ধিত করার বিষয়ে গুরুত্ব নিয়ে তিনি আলোচনা করবেন।
নিশা দেশাই প্রথমে ভারতের রাজধানী দিল্লিতে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন। এরপর কাঠমান্ডুতে সার্ক সম্মেলনের পর্যবেক্ষক দেশ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।
এরপর তিনি বাংলাদেশে আসবেন। ঢাকায় সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন নিশা দেশাই। এ ছাড়া তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং শ্রমিকনেতাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
ঢাকা থেকে তাসখন্দ হয়ে সুইজারল্যান্ডে যাবেন নিশা দেশাই। তাসখন্দে দ্বিপক্ষীয় বৈঠক এবং বাসিলে ওএসসিই ও মধ্যএশীয় মিনিস্টারিয়াল বৈঠকে যোগ দেবেন।