ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ইজতেমায় বিদেশি মুসল্লির পাসপোর্ট চুরির চেষ্টা, কারাদণ্ড

প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

বিশ্ব ইজতেমায় সৌদি আরবের এক মুসল্লির পাসপোর্ট চুরির চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমা আদালত। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম আব্দুল আজিজ (৩২)। তার বাড়ি কক্সবাজারের উখিয়া এলাকায়।

গাজীপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. রেবেকা সুলতানা বলেন, বিশ্ব ইজতেমার বিদেশি নিবাসে ঢুকে সকাল সাড়ে ৯টার দিকে আ. আাজিজ এক সৌদি নাগরিকের পকেট থেকে পাসপোর্ট ও টাকা চুরির চেষ্টা চালায়। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাদারীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা শুভ আটক আব্দুল আজিজকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তিনি আরও বলেন, ওই বিদেশি মুসল্লির পাসপোর্ট তাকে ফিরিয়ে দেয়া হয়েছে।
                    
আমিনুল ইসলাম/এসএস/এমএস