তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র সতর্কবাণী প্রদানের দাবি
তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের দাবিতে মানববন্ধন করেছে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন ও টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেল। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বাস্থ্য উন্নয়নে সরকার ২০১৩ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ সংশোধন করেছে এবং ২০১৫ সালে সংশোধিত আইনের বিধিমালা প্রণয়ন করেছে। সংশোধিত আইন ও বিধিমালা অনুযায়ী আগামী ১৯ মার্চ থেকে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী সম্বলিত প্যাকেট ব্যতীত কোনো তামাকজাত দ্রব্য বাজারজাত বা বিক্রয় করা যাবে না।
তারা বলেন, এমতাবস্থায় বহুজাতিক তামাক নিয়ন্ত্রণ কোম্পানিগুলো প্রচারণা চালাচ্ছে এবং নানা ধরনের অপকৌশল প্রয়োগ করছে।
মানববন্ধনে প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন ও টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেলের (টি.সি.আর.সি) সদস্যরা অংশ নেন।
এএস/এমএস