রাস্তায় পড়ে থাকা সেই করোনা রোগীর ঢামেকে মৃত্যু
রাজধানীর মাদারটেকে রাস্তায় পড়ে থাকা করোনা আক্রান্ত সেই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৬ জানুয়ারি মাদারটেক মাজার গলির রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন মো. সিদ্দিক (৫৫) নামের এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার করোনা পজিটিভ শনাক্ত হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তার কাছ থেকে আমরা জানতে পারি তার নাম মো. সিদ্দিক বাড়ি কালীগঞ্জে। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। তার আসল নাম রশিদ কুমার রায়। বাবার নাম পদ্ম বর্মণ, মা বেস বালা ও স্ত্রী মনিকা রানী। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ থানার বৈরাতী গ্রামে। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইএ/এএসএম