‘প্রথম ডোজের পর মোবাইল হারায় গেছে, পরেরটা নিতে পারি নাই’
‘প্রথম ডোজ টিকা নিছি তিন মাস আগে। সেটার কাগজ বাসায় আছে। কিন্তু মোবাইল হারায় যাওয়ায় এসএমএস পাই না, পরের ডোজও নিতে পারি নাই।’
করোনার টিকা নেওয়ার বিষয়ে এই কথা বলেন এক বাসচালক। বুধবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে তার সঙ্গে কথা হয়।
মো. সুমন নামের ওই বাসচালক জানান, তিনি প্রথম ডোজের টিকা নিয়েছেন তিন মাস আগে। এর মাঝেই তার মোবাইল হারিয়ে যাওয়ায় এসএমএস এসেছে কি না তা জানতে পারেননি। এখন কী করবেন, নতুন করে প্রথম ডোজ নিতে যাবেন, না কি এসএমএস ছাড়াই টিকার কাগজ নিয়ে কেন্দ্রে যাবেন তাও জানেন না তিনি।
এদিকে দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপ করে সরকার। যাতে ১১ দফা নির্দেশনা মেনে চলতে বলা হয়। যার মধ্যে একটি হচ্ছে- গণপরিবহনের চালক ও সহকারীকে আবশ্যিকভাবে করোনার টিকা সনদধারী হতে হবে। এ নির্দেশনার পর টিকা নিচ্ছেন বাসচালক-হেলপাররা। অনেকেই নিজ থেকে সচেতন হয়ে নিচ্ছেন টিকা। তবে পরিবহন শ্রমিক, মালিক সমিতির পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকায় ভোগান্তিতেও পড়ছেন বলে দাবি অনেক পরিবহন শ্রমিকের।
ইউনুস আলী নামে বাসের এক হেলপার বলেন, আমরা নিজেরা নিজেদের মতো করে টিকা নিচ্ছি। আমাদের সমিতির নেতারা কোনো উদ্যোগ না নেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যদি পরিবহনের সবাইকে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেওয়া যেত, তাহলে আমরা আরও দ্রুত টিকা নিতে পারতাম।
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মুন্সি জাগো নিউজকে বলেন, সংগঠনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আমরা নেইনি। তবে ব্যক্তিগতভাবে সবাইকে টিকা নেওয়ার জন্য তাগিদ দিচ্ছি।
এমআইএস/জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রশাসন ছাড়া অন্য ক্যাডারে বঞ্চিত কর্মকর্তাদের আবেদনের পরামর্শ
- ২ অন্তর্বর্তী সরকারের ওপর আস্থা কমেছে ৮ শতাংশ মানুষের
- ৩ দেড় শতাধিক যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে বিকল সার্ভিস বোট, পরে উদ্ধার
- ৪ শিক্ষার্থীরা রাজনৈতিক দল করলে ভোট দেবেন ৪০ শতাংশ মানুষ
- ৫ আমরা আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হতে চাই না: ডিবিপ্রধান