ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যশোর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ১০:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

গত ২৪ ঘণ্টায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে তিনজন মারা গেছেন।

হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। রোববার (৩০ জানুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মৃতরা হলেন- যশোর সদর উপজেলার রুপদিয়া গ্রামের দিদার মোড়লের স্ত্রী সোলেহা (৯০) ও ঝিকরগাছা উপজেলার কটুয়াপাড়া গ্রামের মৃত রমজান শেখের ছেলে রাজু আহমেদ (৫০) এবং ঝিনাইদহ মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের হাজেরা বেগম (৬০)।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৫০২ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ শতাংশের ওপরে।

হাসপাতাল সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে ৩০ জানুয়ারি রাতে হাসপাতালে ভর্তি হন সোলেহা। চিকিৎসা শুরু হওয়ার ১৫ মিনিট পর তার মৃত্যু হয়। এছাড়া রাজু আহমেদ গত ২৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যু হয় ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায়। অন্যদিকে হাজেরা বেগম রাত ৮টায় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৪টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে যশোরের দুইজন ও ঝিনাইদহর একজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ জানান, জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৮৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ৪৯১ জন ও মারা গেছেন ৫১৯ জন। বর্তমানে হাসপাতালে রোগী আছেন এক হাজার ৮৪০ জন। রোববার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৯ জন।

মিলন রহমান/জেডএইচ/