ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভূমি রেকর্ড ও মৌজার নকশা ডিজিটাল করার সুপারিশ

প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন ও জনগণের কাছে সঠিক তথ্য সরবরাহ করার জন্য ভূমি রেকর্ড ও মৌজার নকশা নতুন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারাইজড করার সুপারিশ করেছে জাতীয় সংসদীয় কমিটি।  

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরার সভাপতিত্বে কমিটি সদস্য মো. মকবুল হোসেন, সামছুল আলম দুদু এবং গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের ৩টি জেলায় ডিজিটাল ভূমি রেকর্ড ও জরিপ সম্পর্কিত সমাপ্তকৃত পাইলট প্রকল্পের মধ্যে সিরাজগঞ্জ জেলার প্রকল্পটি কমিটি কর্তৃক পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভূমি মন্ত্রণালয়ের সচিব মেছবাহ উল আলমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

এইচএস/এআরএস/আরআইপি