ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বর্ণ চোরাচালান মামলায় বিমানের টেকনেশিয়ান গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪৫ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টেকনেশিয়ান আব্দুস সাত্তারকে স্বর্ণ চোরাচালান মামলায় গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) চোরাচালান টিমের একটি দল।
 
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের চোরাচালান উত্তর টিমের সিনিয়র সহকারি কমিশনার ডা. মঞ্জুর মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, সম্প্রতি ১৬ কেজি স্বর্ণসহ চারজনকে গ্রেফতার করে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। এরা হলেন, ওসমান হারুন ওরফে সোহেল, আনোয়ার পারভেজ ওরফে রবিন ও মোছা. আনোয়ারা বেগম ওরফে নাজমা এবং নাহিদা ফারজানা ওরফে মনি। এঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়।

অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি ডিবির চোরাচালান টিমের উপর ন্যাস্ত করা হয়। তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তারের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।
 
অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত্তারকে ১০ দিনের রিমান্ড চেয়ে মহানগর মুখ্য হাকিমের আদালতে পাঠানো হয়েছে।

জেইউ/এএইচ/পিআর