ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫ জানুয়ারির নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করেছে

প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

৫ জানুয়ারি নির্বাচন না হলে দেশে ৭৫ এর ১৫ আগস্টের মতো আরেকটি হত্যাকাণ্ড সংঘটিত হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রাজধানীর বাইতুল মোকাররম কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ ফটকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
 
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে দুপুর পৌনে তিনটায় এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে শিল্পমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ৫ জানুয়ারি নির্বাচনে গিয়ে সরকার গঠন করে মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করেছে। নইলে এদেশ আবারো রাজাকারদের হাতে চলে যেতো।

তিনি বলেন, ৫ জানুয়ারি বিএনপি-জামায়াত হত্যার আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে আন্দোলন সংগ্রামের নামে খালেদা জিয়া মানুষকে পেট্রলবোমা দিয়ে পুড়িয়ে মারতে শুরু করেছিল।

৫ জানুয়ারি দেশে নির্বাচন না হলে দেশে আর কোনো সরকার থাকতো না। সাংবিধানিক সংকট দেখা দিতো। ৭৫ এর ১৫ আগস্টের মতো হত্যাকাণ্ড ঘটে যেতো দেশে।

সমাবেশে বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী।

এসময় ঢাকা মহানগরীর আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেইউ/এএস/একে/আরআইপি

আরও পড়ুন