শর্ত মানেনি দু’দলই
আওয়ামী লীগ ও বিএনপিকে ডিএমপি থেকে যে শর্ত দেয়া হয়েছিল তা ভঙ্গ করেই চলছে দু’দলের সমাবেশ। মঙ্গলবার দুপুর ২ টা ৪৫ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ এবং ২টা ১০ মিনিটে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করে বিএনপি।
এদিকে দু’দলের সমাবেশ ঘুরে দেখা গেছে, ডিএমপির ১৯ শর্তের মধ্যে ৪টি শর্ত না মেনে সমাবেশে দলে দলে নেতাকর্মীরা যোগদান করছেন। এমনকি সমাবেশ স্থল থেকেও দলের অঙ্গ সংগঠনগুলোকে মিছিল নিয়ে সমাবেশে যোগদানের কথা বলতে শোনা গেছে।
দুপুর দেড়টা থেকে শুরু করে দুপুর পৌনে তিনটা পর্যন্ত দেখা যায়, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রজন্ম লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন থানা ও ওয়ার্ডের আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শর্ত ভঙ্গ করে সমাবেশে যোগদান করেন।
এমনকি পিছিয়ে ছিলেন না আওয়ামী পন্থী আইনজীবীরাও। তাদেরকেও মিছিল নিয়ে সমাবেশে যোগদান করতে দেখা যায়।
অন্যদিকে বিএনপির জনসভাস্থল ঘুরে দেখা গেছে, রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন না করার শর্ত দেয়া হলেও তা ভঙ্গ করেছে দলটি। দুপুরের পর থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনের দুই সড়ক বন্ধ করে দেয়া হয়।
মঞ্চের সামনে ও এর আশপাশে মাইক ব্যাবহারের জন্য নির্দেশনা দেয়া হলেও তা মানেনি দলটি। জনসভাস্থল থেকে অনেক দূরেও মাইক ব্যবহার করে শর্তরভঙ্গ করেছে বিএনপি।
এদিকে, দু’দলের সমাবেশকে কেন্দ্র করে গুলিস্তান, পল্টনসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য আইনশৃঙ্খলা রক্ষায় ও সমাবেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত মতিঝিলের বিভাগের খিলগাঁও জোনের এএসপি ইকবাল জাগো নিউজকে বলেন, সমাবেশের নিরাপত্তা ও শান্তি বজায় রাখার দায়িত্ব পুলিশেরই। সে জন্যই বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। তবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন যা করছে তা ঠিক না। তারা সমাবেশে যোগদান করতে রাস্তা রাস্তায় ব্যানার নিয়ে মিছিল করে আসছেন।
জেইউ/এমএম/এএম/এসকেডি/আরআইপি