ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভূমিকম্পে বংশালে হেলে পড়েছে ভবন

প্রকাশিত: ০৯:০২ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

রাজধানীর পুরান ঢাকার বংশালে সুইপার কলোনির একটি ভবন হেলে পড়েছে। সোমবার ভোরে ভূমিকম্পে মাজেদ সরদার রোডের ৩নং ভবনটি হেলে পড়ে। তবে খবর পেলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ভবনটি যাচাই-বাছাই করেন এবং ভবনটি আগের অবস্থায়ই রয়েছে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসের আতাউর রহমান।

এদিকে ভবনটি হেলে পড়েছে বলে দাবি করছেন ভবনের বাসিন্দা ও এলাকাবাসী। ভবনের বাসিন্দা এবং হরিজন সেবক সমিতির সাধারণ সম্পাদক হরিমল দাস জুয়েল জাগো নিউজকে বলেন, “ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বোতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে আমরা যারা এই ভবনে থাকি আমরা বুঝতে পেরেছি যে ভবনটি হেলে পড়েছে।”

ভূমিকম্পে ভবন হেলে পড়ার সংবাদ পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় করেছেন। এর আগে সোমবার ভোর ৫টা ৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভারতের মনিপুরে উৎপত্তির সময় এর মাত্রা ছিল রিক্টার স্কেলে ৬ দশমিক ৮।
 
এ সময় সময় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে জুরাইনে এক ব্যক্তি নিহত ও বিভিন্নস্থানে আরো প্রায় ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থী।
 
এআর/আরএস/পিআর

আরও পড়ুন