ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সবুজবাগে ৩৬ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০:৩৯ এএম, ০১ জানুয়ারি ২০২২

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

তারা হলো- সুমন শেখ ওরফে চিকু সুমন, বশির ও কবির হোসেন।

শনিবার (১ জানুয়ারি) অভিযানে নেতৃত্বে দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের পুলিশ পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান জাগো নিউজকে এ তথ্য জানান।

ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সবুজবাগ থানার উত্তর বাসাবো কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের আটক করে কোতোয়ালি জোনাল টিম।

তিনি আরও জানান, কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সবুজবাগ থানার উত্তর বাসাবো কালভার্ট এলাকায় অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সুমন, বশির ও কবিরকে আটক করা হয়। পরে তাদের তথ্যের ভিত্তিতে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, আটকরা কুমিল্লা জেলা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। আটকদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/এমএস