সারাদেশে শীতকাল মালিবাগে বর্ষাকাল!
ভৌগোলিক কারণে শীতকালে পানির স্তর অনেক নিচে নেমে যায়। বর্ষা মৌসুমে পানি যেখানে থইথই, শুষ্ক মৌসুমে সেখানেও রূপ নেয় মরুভূমির। অথচ ভরা এ পৌষেও রাজধানীর মালিবাগের চিত্র যেন একেবারেই ভিন্ন, বর্ষাকাল! শীতের শুষ্ক মৌসুমেও এলাকার সড়কটিতে পানি থইথই করছে।
সরেজমিনে দেখা যায়, গত ১৫ দিন ধরে রাজধানীর মালিবাগের প্রধান সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সড়কটি দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এছাড়া জলাবদ্ধতার কারণে প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা।
ক্ষোভ প্রকাশ করে ওই রুটে নিয়মিত চলাচলকারী যাত্রীরা জানান বিভিন্ন অভিযোগ। তারা বলেন, সড়কে পানি জমে থাকার কারণে অনেকটা ঝুঁকি নিয়েই নিরুপায় অবস্থায় এ পথ দিয়ে চলাচল করতে হচ্ছে।
সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলায় অসন্তুষ্ট প্রকাশ করে দ্রুত সংকট উত্তরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
জলাবদ্ধ রাস্তার পাশেই চা-সিগারেট বিক্রি করেন মুকুল তফাদার। তিনি জাগো নিউজকে জানান, প্রতিদিনই অসংখ্য গাড়ি অতিরিক্ত পানির কারণে পথ হারিয়ে গর্তে পড়ে যায়।
রিকশায় গর্তে পড়ে গেলে একশ টাকা এবং প্রাইভেটকার বা অটোরিকশা জন্য দুইশ` থেকে পাঁচশ` টাকা পর্যন্ত নিয়ে সহযোগিতা করেন বলেও জানান তিনি।
এদিকে শীতের এই শুষ্ক মৌসুমেও রাস্তায় এত পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এ করুণ দশা থেকে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান ভুক্তভোগীরা।
এমএম/আরএস/এমএস