হালদা থেকে মৃত ডলফিন উদ্ধার
বিশ্বের নিষিক্ত ডিমের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ডলফিনের দৈর্ঘ্য প্রায় তিন ফুট ও ওজন প্রায় ১৫ কেজি।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নদীর আকবরিয়া এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হালদা রিভার ল্যাবরেটরির হিসাব মতে, ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত নদীটি থেকে মোট ৩৩টি মৃত ডলফিন উদ্ধার করা হলো।
হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া জাগো নিউজকে বলেন, সোমবার নদীর আকবরিয়া এলাকা থেকে ভাসতে থাকা একটি ডলফিনের মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ। পরে ডলফিনটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল আলম ও নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফুলের উপস্থিতিতে নদীর পাশে মাটিচাপা দেওয়া হয়।
তিনি আরও বলেন, ডলফিনটির দেহ প্রায় পচে গেছে। তাই মৃত্যুর কারণ উদঘাটন করা সম্ভব হয়নি।
মিজানুর রহমান/এআরএ/এএসএম