ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

স্বাধীনতা-বাংলাদেশ প্রশ্নে নিরপেক্ষতার সুযোগ নেই: নুজহাত চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

শহীদ বুদ্ধিজীবী ডা. এ এফ এম আবদুল আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী বলেছেন, ‘মহান স্বাধীনতা ও বাংলাদেশ প্রশ্নে নিরপেক্ষতার সুযোগই নেই। তথাকথিত নিরপেক্ষতা ছেড়ে সবাইকে অবশ্যই শুধু বাংলাদেশের পক্ষেই আসতে হবে।’

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের অভ্যুদয়: বুদ্ধিজীবীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন ডা. নুজহাত চৌধুরী।

nujhat-2.jpg

তিনি বলেন, ‘আমরা কোনো কাগজে সই করে এই দেশ পাইনি। রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশ পেয়েছি।’

সাংবাদিকদের উদ্দেশ্যে শহীদ বুদ্ধিজীবীর এই কন্যা বলেন, ‘শহীদ বুদ্ধিজীবীর পরিবারগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের সাংবাদিক সমাজকেও দায়িত্ব নিতে হবে। আপনারা তাদের কথাগুলো তুলে আনবেন। তাদের জীবন ও কর্ম, অবদান যেন মানুষ জানতে পারে। তাদেরকে তুলে আনলে দেশ আরও বেশি উপকৃত হবে।’

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার, সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান প্রমুখ।

আরএসএম/এএএইচ/এমএস