মার্শিয়া বার্নিকেট বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্শিয়া স্টিফেন ব্লুম বার্নিকেটের নিয়োগ চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র সিনেট ফরেন রিলেশন কমিটি। ড্যান ডব্লিউ মজীনার স্থলাভিষিক্ত হচ্ছেন মার্শিয়া বার্নিকেট।
মার্কিন সিনেট ফরেন রিলেশন কমিটি গত ১৮ নভেম্বর (মঙ্গলবার) রাতে এ নির্বাহী সিদ্ধান্ত নেয়। ১৯ নভেম্বর গেজেট নির্বাহী ক্যালেন্ডারে এ সিদ্ধান্ত নথিভুক্ত করে সিনেট।
এর আগে ১৭ নভেম্বর ফরেন রিলেশন কমিটির শুনানি শেষে ২৩ জন ক্যারিয়ার কূটনীতিকের মধ্যে প্রথম দফায় মাত্র চারজন রাষ্ট্রদূতের নিয়োগ চূড়ান্ত করে সিনেট। আর পাঁচজন কূটনীতিকের বিষয়ে সিদ্ধান্ত ভোটাভুটির জন্য সর্বসম্মতক্রমে কমিটির নির্বাহী ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হয়।
মার্শিয়া বার্নিকেট এ পাঁচজনের তালিকায় ছিলেন। তার সঙ্গে অন্য যে চারজন ছিলেন তারা হলেন প্যারাগুয়ের জন্য লেসলি অ্যান বেসেট, সেনেগাল ও গিনি বিসাউতে বার্নিকেটের স্থলাভিষিক্ত হতে জেমস পিটার জ্যামওয়াল্ট, ব্রুনাইতে ক্রেইগ বি অ্যালেন এবং বাহরাইনের জন্য উইলিয়াম ভি রোবাক।
মার্শিয়ার মনোনয়ন বিষয়ে সিনেটের ভোটাভুটি সম্পর্কে ওয়াশিংটন পোস্ট-এর কলামিস্ট আল ক্যামেন জানান, দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ার কূটনীতিক মার্শিয়া বার্নিকেটসহ বেশ কয়েকজন ক্যারিয়ার কূটনীতিক তাদের যোগ্যতা অনুযায়ী পদবঞ্চিত ছিলেন।
সর্বশেষ - জাতীয়
- ১ আসল-নকল চেনা দায়, প্রসাধনীর বাজারে নজর নেই বিএসটিআইয়ের
- ২ সূত্রাপুরে সাংবাদিকের বাসার গ্রিলকেটে ২০ ভরি সোনা ও টাকা চুরি
- ৩ সরকারি নির্মাণে বন্ধ হচ্ছে পোড়ানো ইটের ব্যবহার: রিজওয়ানা হাসান
- ৪ চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অংকুরের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- ৫ জলবায়ু ন্যায্যতার দাবিতে দেশের ১০ স্থানে সাইকেল র্যালি