ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

উত্তরায় ৩ আফ্রিকান নাগরিক আটক

প্রকাশিত: ০৩:০৯ এএম, ২০ নভেম্বর ২০১৪

রাজধানীর উত্তরা থেকে অনুপ্রবেশকারী তিন আফ্রিকান নাগরিককে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-আইভরিকোস্টের নাগরিক যাদি জোসেফ (৫৭), নাইজেরিয়ার নাগরিক আগডি ফ্রান্সিস কানু জন (৪১) ও জাম্বিয়ার নাগরিক অ্যান্ড্রু ম্যালিনগা (৪৯)।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ বলেন, বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশীরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে যা বিদেশী নাগরিক আইন-১৯৪৬ এর পরিপন্থী।

এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশী নাগরিক এবং তাদের ভাড়াকৃত ফ্ল্যাট মালিকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যার দিকে র‌্যাব-১ উত্তরার ১০ নম্বর সেক্টরের ৮ নম্বর রোডের ৭ নম্বর বাড়ীতে অভিযান চালিয়ে ওই তিন বিদেশী নাগরিককে আটক করে।