ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পিএসসিতে পাসের হার ৯৮ দশমিক ৫২ ভাগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৫১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) পাসের হার ৯৮ দশমিক ৫২ ভাগ। বৃহস্পতিবার সকালে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, ঢাকা বিভাগে এ বছর পিএসসির পাসের হার ৯৮ দশমিক ৭৪ ভাগ, খুলনা বিভাগে ৯৮ দশমিক ৯৭ ভাগ, রাজশাহী বিভাগে ৯৯ ভাগ, বরিশাল বিভাগে ৯৮ দশমিক ৩০ ভাগ, সিলেট বিভাগে ৯৬ দশমিক ৭৯ ভাগ এবং রংপুর বিভাগে পাসের হার ৯৮ দশমিক ৫৬ ভাগ।

উল্লেখ্য, এ বছর প্রাথমিকে ২৭ লাখ ৯৭ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তবে এ বছর ২৯ লাখ ৫০ হাজার ৯২৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করেছিল।

গত ২২ নভেম্বর পিএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। মাঝখানে জায়ামাতের ডাকা হরতালের কারণে একদিন পরীক্ষা পিছিয়ে দেয়া হয়।

ফলাফল পেতে নিচের লিংকগুলো ব্যবহার করুন :

পিএসসি এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল পেতে ক্লিক করুন এখানে

জেএসসি এবং জেডিসি পরীক্ষার ফলাফল পেতে ক্লিক করুন এখানে

এনএম/আরএস/আরআইপি

আরও পড়ুন