ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

এগিয়ে আওয়ামী লীগ : বিপর্যয়ে বিএনপি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০২:১৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত পৌর নির্বাচনে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অপরদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি বিপর্যয়ে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

সবশেষ খরব মতে, বুধবার অনুষ্ঠিত দেশের ২৩৪টি পৌরসভার মধ্যে ফল প্রকাশ পেয়েছে ৪২টির। এর মধ্যে ৩৯টিই জিতে নিয়েছে আওয়ামী লীগ।

অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র পদে বিএনপির মাত্র দুইজন প্রার্থী জয়ী হয়েছেন। তাই সবশেষ ফল পর্যালোচনা করে ধারণা করা যাচ্ছে- ‘বড় বিপর্যয়ে পড়তে যাচ্ছে বিএনপি’।

এর আগে বুধবার সকাল ৮টায় দেশের ২৩৪টি পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়। নানা ঘটনা, সংঘর্ষ, সাতকানিয়ায় একজনের প্রাণহানি, অনিয়মের অভিযোগ আর পাল্টা অভিযোগে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় ভোট গণনা।

নির্বাচনে আওয়ামী লীগ একক ভাবে ২৩৪টি পৌর সভায় প্রার্থী দেয়। অন্যদিকে, বিএনপি প্রার্থীতা দেয় শরিকদের নিয়ে।

বিভিন্ন বিভাগের সর্বশেষ ফলাফল তুলে ধরা হলো-

ঢাকা
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোজাফফর হোসেন বাবলু মিয়াকে (জগ প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এছাড়া নগরকান্দা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রায়হান উদ্দিন মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

জামালপুরের মেলান্দহ পৌরনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শফিক জাহেদী রবিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ওমর ফারুক খান নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহমান মিজান বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিভাগ
বগুড়ার ধুনট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র এজিএম বাদশাহ (জগ) বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

জয়পুরহাটের কালাই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা মার্কার খন্দকার হালিমুল আলম জন নির্বাচিত হয়েছেন।

সিরাজগঞ্জের কাজিপুরে আওয়ামী লীগ (নৌকা) মেয়র প্রার্থী হাজী নিজামউদ্দীন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বিজয়ী হয়েছেন।

খুলনা বিভাগ
মেহেরপুরের গাংনীতে মেয়র পদে  আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার) জগ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী গাজী আক্তারুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

মাগুরায় পৌরসভা নির্বাচনে আওয়ামী  লীগের মেয়র প্রার্থী খুরশিদ হায়দার টুটুল (প্রতীক-নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

যশোর জেলার বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কামরুজ্জামান বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম মনিরুল হক তালুকদার বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ ও দুর্গাপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।  দূর্গাপুরে  আওয়ামী লীগের প্রার্থী মৌলানা মোহাম্মদ আব্দুস সালাম বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

বরিশাল
ভোলা জেলার ভোলা, দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীরা বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন- ভোলা সদরে মোহাম্মদ মনিরুজ্জামান, বোরহানউদ্দিনে রফিকুল ইসলাম ও দৌলতখানে জাকির হোসেন তালুদকার। এ তিন প্রার্থীই দ্বিতীয়বারে মতো মেয়র নির্বাচিত হলেন।

বরগুনা পৌরসভায় নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহাদাত হোসেন।

ঝালকাঠির নলছিটি পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তসলিম উদ্দিন চৌধুরী বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন।
 
সিলেট
মৌলভীবাজার সদরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ফজলুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রংপুর
গাইবান্ধার সুন্দরগঞ্জে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ আল মামুন বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

এএসএস/এসএ/একে/পিআর

আরও পড়ুন