ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভোটকেন্দ্রের ভেতরে আ.লীগ বাইরে অন্যরা

প্রকাশিত: ০৬:৩৯ এএম, ৩০ ডিসেম্বর ২০১৫

সোনারগাঁও পৌরসভার জিআর ইন্সটিটিউট ভোটকেন্দ্রের ভেতরে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর সমর্থকরা। দলীয় সমর্থক ও ভোটারদের বহর নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করেছেন সাবেক সংসদ সদস্য কায়সার আছনাত। এ সময় অন্য প্রার্থীর পক্ষের লোকজনদের বের করে দেয় পুলিশ। এ নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা ক্ষোভ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন।

জিআর ইন্সটিটিউট ভোটকেন্দ্র সোনারগাঁও পৌরসভার মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র। সকাল ১১টার দিকে দলীয় সমর্থকদের নিয়ে এর ভেতরে প্রবেশ করেন সাবেক সংসদ সদস্য কায়সার আছনাত।এ সময় আ. লীগের দলীয় প্রার্থী অ্যাড. ফজলে রাব্বি ছাড়াও সঙ্গে ছিলেন প্রায় অর্ধশত দলীয় নেতাকর্মী।

স্বতন্ত্রপ্রার্থী সাদেকুল ইসলামের সমর্থক আব্দুল্লাহ জাগো নিউজকে বলেন, যুবলীগের থানা কমিটির আহ্বায়ক নান্নু ও সাবেক সংসদ সদস্য কায়সারকে ভেতরে ঢুকতে দেয়া হলেও আমাদের প্রবেশে বাধা দেয়া হয়েছে। খবর পেয়ে কেন্দ্রে আসেন জগ মার্কার স্বতন্ত্র প্রার্থী সাদেকুল ইসলাম। তিনি বলেন, আমি রানিং মেয়র। ৪ বার মেয়র পদে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করেছি। ভোটের হিসেবে আমাকে ভয় পায় আওয়ামী লীগ প্রার্থী। সে কারণে দলীয় লোকজনের বহর নিয়ে ভেতরে ঢুকে আধিপত্য দেখানোর চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে চলছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপি দলীয় প্রার্থী মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, পৌরসভার বাইরের ১০টি ইউনিয়ন থেকে লোকজন ভাড়া করে এনে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে মহড়া দিয়ে যাচ্ছে আওয়ামী প্রার্থী।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রিজাইডিং অফিসার শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, এখানে সাবেক সংসদ সদস্য আকস্মিক সফরে আসছিলেন। ইসির আদেশ ভঙ্গ করে ভেতরে প্রবেশ করায় তাকে বের করে দেয়া হয়েছে। একই ধরনের কাজ পুনরায় না ঘটাতে আওয়ামী লীগের প্রার্থীকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উদ্ভবগঞ্জের সাহাপুর তালীমুল মাদ্রাসায় নৌকা মার্কায় ভোট দেয়ার সময় ৪ জনকে আটক করে ঢাকা রেঞ্জ পুলিশ। অভিযোগ প্রমাণিত হলে ওই চারজনকে সাজা দেয়া হবে বলে জাগো নিউজকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।

জেইউ/এআর/এসআইএস/পিআর