ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না : সিইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘নির্বাচনের দায়িত্ব পালনে শৈথিল্য বা পক্ষপাতিত্ব বরদাশত কররো না। দায়িত্বে থেকে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক বিফ্রিংয়ে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ এসব কথা বলেন।

কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, কে বিএনপি, কে আওয়ামী লীগ তা আমরা দেখছি না, দেখবও না। অভিযোগ পেলেই ক্রস চেক করে অ্যাকশন নিচ্ছি। তিনি বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাল উৎসবমুখর পরিবেশেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সিইসি আরও বলেন, পরিকল্পনার চেয়ে বেশি সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিশেষ করে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

এএ/বিএ

আরও পড়ুন