গোপালগঞ্জে ক্যাথলিক চার্চে বোমা হামলার ২০ বছর পর আসামি গ্রেফতার
২০ বছর আগে গোপালগঞ্জ জেলার মুকসেদপুরে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাউন্টার টেররিজম ইউনিট।
গ্রেফতার আসামির নাম ওবায়দুর রহমান ইবনে আব্দুল্লাহ (৪১)।
রোববার (২১ নভেম্বর) দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার (কাউন্টার টেররিজম) মোহাম্মদ নাজমুল আলম এসব কথা জানান।
তিনি বলেন, গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিআইডির কাউন্টার টেররিজম শাখার একটি দল আজ সকাল ৭টার দিকে রাজধানীর ডেমরার হাজী বাদশাহ মিয়া রোডের নিউ টাউন রেসিডেন্সিয়াল এলাকায় অভিযান চালিয়ে ওবায়দুর রহমান ইবনে আব্দুল্লাহকে গ্রেফতার করে।
গ্রেফতার ওবায়দুর রহমান ২০০১ সালে বানিয়ারচর ক্যাথলিক চার্চে বোমা হামলা ঘটনায় মুকসেদপুর থানার মামলায় চার্জশিটভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালত কর্তৃক ওয়ারেন্ট জারি করা হয়। পলাতক ওবায়দুর রহমানকে গ্রেফতারের জন্য জামালপুর সদর থানার ওসির কাছ থেকে অধিযাচন পত্র পাওয়া যায়।
অধিযাচন পত্র পাওয়ার পর থেকে সিআইডির কাউন্টার টেররিজম শাখা আসামির অবস্থান শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা শুরু করে বলে জানান সিআইডির ওই কর্মকর্তা।
টিটি/এমএইচআর/জেআইএম