ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ১৩৮১ নমুনা পরীক্ষায় শনাক্ত ৩

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২১ নভেম্বর ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিনজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩৫০ জনে।

রোববার (২১ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৮১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় শূন্য দশমিক ২১ শতাংশ। শনাক্তদের মধ্যে দুজন নগরের এবং একজন লোহাগাড়া উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় শেভরন হাসপাতাল ল্যাবে দুজন এবং জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

মিজানুর রহমান/এএএইচ/এমএস