ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চীন-চট্টগ্রাম জাহাজ চলাচল শুরু ডিসেম্বরে

প্রকাশিত: ০৫:০২ এএম, ১৯ নভেম্বর ২০১৪

চট্টগ্রাম বন্দর থেকে চীনের নানশা সমুদ্র বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল শুরু হচ্ছে ডিসেম্বরে। প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স (পিআইএল) শিপিং কোম্পানি এই সার্ভিস চালু করতে যাচ্ছে।

চীন ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় সরাসরি কন্টেইনার জাহাজ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানিয়েছেন পিআইএল কর্মকর্তারা।

চীন-চট্টগ্রাম কন্টেইনার জাহাজ চলাচল শুরু হলে কম সময়ে কম খরচে পণ্য আনা-নেওয়া সম্ভব হবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেন।

পিআইএল সূত্র জানায়, চীন-চট্টগ্রাম সরাসরি জাহাজ চলাচল শুরু কার্যক্রমের আওতায় আগামী ৪ ডিসেম্বর কন্টেইনার বোঝাই প্রথম জাহাজটি চীনের নানশা বন্দর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ছেড়ে আসবে। ১৬ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম পৌঁছাবে।