ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কপ২৬-এ প্রধানমন্ত্রী নৈতিক কণ্ঠস্বর হয়ে উঠেছেন

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৬ নভেম্বর ২০২১

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগোতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে, কপ২৬-এ নেতৃত্বের ভূমিকা পালনের সময় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নৈতিক কণ্ঠস্বর হয়ে উঠেছেন।

শুক্রবার (৫ নভেম্বর) লন্ডন থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু ফোরামে নেতৃত্বের ভূমিকা নিয়েছে...আমাদের প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) এর নৈতিক কণ্ঠস্বর হয়ে উঠেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৪৮টি দেশের গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) নেতৃত্ব দিয়ে কপ২৬-এর ফলাফল প্রভাবিত করার ক্ষেত্রে অন্যতম মধ্যস্থতাকারী হয়ে উঠেছেন।

বিবিসি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচজন চুক্তিকারকের অন্যতম হিসেবে অভিহিত করেছে এবং বলেছে যে শীর্ষ সম্মেলনের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে এই পাঁচজন আলোচকের ওপর, যাদের ফলাফলের ওপর বড় প্রভাব রয়েছে।

ড. মোমেন বলেন, আমরা অনেক আশ্বাস পেয়েছি (জলবায়ু অর্থায়ন পাওয়ার বিষয়ে)... আমি কপ২৬ এর ফলাফল সম্পর্কে খুব আশাবাদী।

ইতোমধ্যে ৩৭টি দেশ বাংলাদেশের মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা অনুযায়ী জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের জাতীয় পরিকল্পনা তৈরির প্রতিশ্রুতি দিয়েছে জানিয়ে তিনি বলেন, এটি বাংলাদেশের একটি অর্জন। বৈশ্বিক উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী উন্নত দেশগুলো ইতিমধ্যে তহবিলের জন্য একটি লাইন-আপ তৈরি করেছে। বেসরকারি খাতের সহায়তায় এই তহবিল ট্রিলিয়ন ডলারও হতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৪৮-দেশের সিভিএফ নেতাদের সংলাপের পরে ঢাকা-গ্লাসগো ঘোষণা গৃহীত হয়েছে। কপ২৬ সাইডলাইনে অনুষ্ঠিত এ সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং সিভিএফ থিম্যাটিক অ্যাম্বাসেডর সায়মা ওয়াজেদ হোসেনও স্কটিশ শহরের কপ২৬ ভেন্যুতে ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম লিডারস ডায়ালগ: ফোরজিং এ সিভিএফ-কপ২৬ ক্লাইমেট ইমার্জেন্সি প্যাক্ট’ শীর্ষক এ সংলাপে বক্তব্য রাখেন।

ড. মোমেন বলেন, ঢাকা-গ্লাসগো ঘোষণায় অভিযোজন ও প্রশমনে অর্থায়ন ৫০:৫০ অনুপাতে নিশ্চিতকরণ, কার্বন ট্রেডিংয়ের শেয়ার প্রাপ্তি, ক্ষয়-ক্ষতি এবং তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত করার জন্য ‘জলবায়ু জরুরি চুক্তি. এর মধ্যে গ্রহণের ওপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক সম্পর্কে ড. মোমেন বলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের ব্যাপক আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, অন্যদের বাংলাদেশকে অনুসরণ করা উচিত।

মোমেন বলেন, বৈঠকে দুই প্রধানমন্ত্রী আগামী বছর দু’দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি কীভাবে উদযাপন করবে তা নিয়েও আলোচনা করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ব্রিটিশ যুবরাজ প্রিন্স অব ওয়ালেস প্রিন্স চার্লসের মধ্যকার বৈঠকে যুক্তরাজ্য বাংলাদেশকে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নের জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছে।

মোমেন বলেন, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১ উদ্বোধন করেন, যেখানে তিনি যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের অনেক লাভজনক খাতে বিনিয়োগ করে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার অংশীদার হতে আমন্ত্রণ জানান।

মোমেন বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রিটিশ বিনিয়োগকারীদের সঙ্গে অংশীদারত্বে প্রবাসী বাংলাদেশিদেরও বাংলাদেশে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার লন্ডনের ক্লারিজ হোটেলে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তনের তৎকালীন গোয়েন্দা সংস্থার গোপন নথির আন্তর্জাতিক প্রকাশনারও উদ্বোধন করেন।

মোমেন বলেন, প্রকাশনাটি বাংলাদেশের রাজনীতি ও ইতিহাসের গবেষকদের জন্য একটি চমৎকার সম্পদ হবে। এর আগে ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন ও অন্যান্য উচ্চপর্যায়েরর অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে গ্লাসগো পৌঁছেন।

৩ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী লন্ডনে পৌঁছেন এবং ৯ নভেম্বর তিনি ব্রিটিশ রাজধানী থেকে প্যারিসের উদ্দেশে রওনা হবেন। প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে প্যারিস ত্যাগ করবেন এবং ১৪ নভেম্বর এখানে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।

ইএ/এমএস

টাইমলাইন

  1. ০৯:৫২ এএম, ১৪ নভেম্বর ২০২১ নানা নাটকীয়তায় শেষ হলো জলবায়ু সম্মেলন
  2. ০৯:০৪ এএম, ১৩ নভেম্বর ২০২১ সময় বাড়লো কপ২৬ সম্মেলনের
  3. ০৩:৫৬ এএম, ১১ নভেম্বর ২০২১ পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থাপনায় ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
  4. ১২:৩৬ এএম, ১১ নভেম্বর ২০২১ দেনদরবার শেষে জলবায়ু সম্মেলনে সুখবর পেলো বাংলাদেশ
  5. ০৭:৫৪ পিএম, ০৮ নভেম্বর ২০২১ জলবায়ু ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী
  6. ০৫:১৫ পিএম, ০৭ নভেম্বর ২০২১ প্রকৃতির ক্ষতি করে কৃষিপণ্য উৎপাদনে যাবে না ৪৫ দেশ-কোম্পানি
  7. ১২:৪২ পিএম, ০৭ নভেম্বর ২০২১ জলবায়ু সম্মেলন: অস্ট্রেলিয়ার অবস্থানের প্রতিবাদে বিক্ষোভ
  8. ১১:৫২ এএম, ০৬ নভেম্বর ২০২১ কপ২৬ সম্মেলন ব্যর্থ: গ্রেটা
  9. ০৯:৫৩ এএম, ০৬ নভেম্বর ২০২১ কপ২৬-এ প্রধানমন্ত্রী নৈতিক কণ্ঠস্বর হয়ে উঠেছেন
  10. ১১:৩৮ পিএম, ০৫ নভেম্বর ২০২১ জলবায়ু নিয়ে রাশিয়া-চীনের সঙ্গে ‘অর্থপূর্ণ’ আলোচনা যুক্তরাষ্ট্রের
  11. ০৬:৩৯ পিএম, ০৫ নভেম্বর ২০২১ কপে করোনার থাবা, নড়েচড়ে বসেছেন আয়োজকরা
  12. ০২:২৫ পিএম, ০৫ নভেম্বর ২০২১ জলবায়ু পরিবর্তন রোধে গ্লাসগোর বিমানবন্দর ও শহরে বিক্ষোভ
  13. ০৯:৫৮ পিএম, ০৪ নভেম্বর ২০২১ সাশ্রয়ী জ্বালানি নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান
  14. ০৮:৪১ পিএম, ০৪ নভেম্বর ২০২১ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠকের পর লস অ্যাঞ্জেলেস মেয়রের করোনা শনাক্ত
  15. ০৭:৪০ পিএম, ০৪ নভেম্বর ২০২১ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এক টেবিলে দক্ষিণ এশিয়ার সাত দেশ
  16. ০২:৩৯ পিএম, ০৪ নভেম্বর ২০২১ জলবায়ু সম্মেলনে পরিবেশবান্ধব সব পরিবহন ফ্রি
  17. ০৯:১১ এএম, ০৪ নভেম্বর ২০২১ জলবায়ু সম্মেলনে শীর্ষ ৫ প্রভাব বিস্তারকারীর তালিকায় শেখ হাসিনা
  18. ১০:১০ পিএম, ০৩ নভেম্বর ২০২১ মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা সিভিএফ দেশগুলোকে পথ দেখাবে: পুতুল
  19. ০৯:২৯ পিএম, ০৩ নভেম্বর ২০২১ ২০৪০ সালে খেলাধুলায় কার্বন নিঃসরণ জিরোতে নামিয়ে আনা হবে
  20. ০৮:৫৬ পিএম, ০৩ নভেম্বর ২০২১ ১০টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করেছি, আরও করা হবে
  21. ০৮:১২ পিএম, ০৩ নভেম্বর ২০২১ জলবায়ুর ক্ষতি হয় এমন বিনিয়োগ করবে না এডিবি
  22. ১২:১৭ পিএম, ০৩ নভেম্বর ২০২১ জলবায়ু সম্মেলন: বিক্ষোভের জেরে বন্ধ গাড়ি, পরিবহন সংকটে গ্লাসগো
  23. ১১:১০ এএম, ০৩ নভেম্বর ২০২১ মাস্কহীন মোদীর আলিঙ্গনে অস্বস্তিতে জাতিসংঘ মহাসচিব
  24. ১০:৪৬ এএম, ০৩ নভেম্বর ২০২১ জলবায়ু সম্মেলন নিয়ে পুতিন-শি জিনপিংয়ের সমালোচনায় বাইডেন
  25. ১০:১৭ এএম, ০৩ নভেম্বর ২০২১ বিশ্বকে জলবায়ু অভিবাসীদের দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান
  26. ০৫:২২ এএম, ০৩ নভেম্বর ২০২১ বরিস জনসন ও প্রিন্স চার্লসের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক
  27. ১০:৫৭ পিএম, ০২ নভেম্বর ২০২১ বৈশ্বিক উষ্ণতা কমানোর বার্তা দিয়ে মাথার উপরে ঘুরছে পৃথিবী
  28. ১০:০২ পিএম, ০২ নভেম্বর ২০২১ বিশ্বকে বাঁচাতে নেতাদের অঙ্গীকারের আহ্বান প্রধানমন্ত্রীর
  29. ০৯:৫৩ পিএম, ০২ নভেম্বর ২০২১ কার্বন নিঃসরণে প্রতিশ্রুতি লঙ্ঘনে বিপদ ঘনীভূত হচ্ছে
  30. ০৬:০১ পিএম, ০২ নভেম্বর ২০২১ জলবায়ু সম্মেলনে ‘ঘুমে আক্রান্ত’ বাইডেন
  31. ০৩:১৪ পিএম, ০২ নভেম্বর ২০২১ জলবায়ু পরিবর্তনই দাবানলের প্রধান কারণ: গবেষণা
  32. ০২:০২ পিএম, ০২ নভেম্বর ২০২১ হুইলচেয়ার নিয়ে জলবায়ু সম্মেলনে যোগ দিতে পারেননি ইসরায়েলি মন্ত্রী
  33. ১২:২১ পিএম, ০২ নভেম্বর ২০২১ ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে আনার প্রতিশ্রুতি মোদীর
  34. ০৯:২৭ এএম, ০২ নভেম্বর ২০২১ কার্বন নিঃসরণকারী দেশগুলো যা বলছে
  35. ০৯:০৩ এএম, ০২ নভেম্বর ২০২১ অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে কার্যকর হচ্ছে না জলবায়ু কার্যক্রম
  36. ১২:৩১ এএম, ০২ নভেম্বর ২০২১ জলবায়ু অভিবাসীদের লোকসান-ক্ষয়ক্ষতির সমাধান অবশ্যই করতে হবে
  37. ০৮:০২ পিএম, ০১ নভেম্বর ২০২১ আমরা নিজেদের কবর খুঁড়ছি: জলবায়ু সম্মেলনে জাতিসংঘপ্রধান
  38. ০৭:২৭ পিএম, ০১ নভেম্বর ২০২১ পর্দা উঠলো বহুল প্রত্যাশিত কপ২৬ জলবায়ু সম্মেলনের
  39. ০৭:১০ পিএম, ০১ নভেম্বর ২০২১ জলবায়ু পরিবর্তন ঠেকাতে বাস্তবসম্মত সমাধানের তাগিদ
  40. ০৮:৩৮ এএম, ০১ নভেম্বর ২০২১ জলবায়ু প্রশ্নে জি-২০ নেতাদের প্রতিশ্রুতি নেই বললেই চলে
  41. ০৫:৩২ পিএম, ৩১ অক্টোবর ২০২১ পৃথিবীর মোড় ঘুরিয়ে দিতে পারে কপ-২৬
  42. ০১:০৮ পিএম, ৩১ অক্টোবর ২০২১ জলবায়ু নিয়ে চ্যালেঞ্জের মুখে শুরু হচ্ছে কপ২৬
  43. ০৯:৪০ এএম, ৩১ অক্টোবর ২০২১ যুক্তরাজ্যের পথে প্রধানমন্ত্রী
  44. ০৫:২৬ পিএম, ৩০ অক্টোবর ২০২১ জি-২০ সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু-অর্থনীতি-করোনা
  45. ০৪:৩৭ পিএম, ২৭ অক্টোবর ২০২১ জলবায়ু সম্মেলন: বিশ্বকে রক্ষার শেষ সুযোগ