ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কেরানীগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৩ নভেম্বর ২০২১

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মো. রুস্তম আলী (৮১) নামে মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ে তিনি। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আবু নাসের বলেন, সকালের দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুস্তম আলী। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে রুস্তম আলী নামের একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাচ্চু মিয়া বলেন, রুস্তম আলী মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বিএ/জেআইএম