ভাষাসৈনিক ইউসুফ হাসানের ইন্তেকাল
ভাষাসৈনিক ড. সৈয়দ ইউসুফ হাসান শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
ড. ইউসুফ স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং অসংখ্য বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ভাষা আন্দোলনকালে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন তিনি। মাতৃভাষার দাবিতে বক্তৃতা দেয়ার জন্য ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি গ্রেফতার হয়েছিলেন তিনি।
ইউসুফ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত ছিলেন। তিনি তোফাজ্জল হোসেন মানিক মিয়া, আতাউর রহমান খান, খন্দকার মোহাম্মদ ইলিয়াস ও শেখ মুজিবুর রহমানের সঙ্গে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় শান্তি সম্মেলনে যোগ দিতে ১৯৫৪ সালে চীন সফর করেছেন।
তিনি ন্যাপের (মোজাফফর) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি ঢাকাস্থ আলীগড় বিশ্ববিদ্যালয় ওল্ড বয়েস অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। বাদ জোহর মোহাম্মদপুর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সংস্কার কমিশন প্রধানদের মর্যাদা-সুবিধা, সদস্যদের সম্মানী নির্ধারণ
- ২ ‘বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে শিগগির সরাসরি জাহাজ চলাচলের উদ্যোগ’
- ৩ আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৬ জনসহ গ্রেফতার ২৭
- ৪ যুগ্মসচিবের শাস্তির দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- ৫ বৃহস্পতিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়