ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মতিঝিলে অসহনীয় যানজট, যাত্রী ভোগান্তি

প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৫

রাজধানীবাসীর কাছে চরম দুর্ভোগের নাম যানজট। দিন দিনই আরো জটিল হচ্ছে রাজধানীর এই যানজট পরিস্থিতি। তীব্র যানজটে অসহায়ত্বের কবলে পড়ে থাকা নগরবাসীর দুর্ভোগের যানজটকে আরো বেশি বেগবান করছে রাজপথে অবৈধ গাড়ি পার্কিং। রাজধানীর মতিঝিল ওভার ব্রিজের নিচ থেকে আরামবাগ পর্যন্ত রাস্তা দখল করে বাস পার্কিং করার কারণে প্রতিদিন তীব্র যানজটের কবলে পড়তে হয় এই এলাকার মানুষদেরকে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, মতিঝিল ওভার ব্রিজের নিচ থেকে সারি করে রাস্তায় রাখা হয়েছে বাস। বিশেষ করে মতিঝিল থেকে মিরপুরগামী বাসগুলোর সিরিয়াল রক্ষার্থেই ব্যস্ত এই রাস্তা দখল করেই বাস পার্কিং করা হয়েছে। ফলে নিত্যদিন অসহনীয় যানজটে পড়ছে সাধারণ মানুষ।

রাজধানীর বাসাবো থেকে প্রতিদিন পল্টন মোড়ের অফিসে আসেন বেসরকারি চাকরিজীবী আহসানুল হক। তিনি বলেন, রাস্তায় পার্কিংয়ের কারণে এই এলাকায় প্রতিদিন খুব যানজটের সৃষ্টি হয়। আরামবাগ মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পার হতে পৌনে এক ঘণ্টার বেশি সময় লাগে। এতে করে আমাদের মত এই এলাকায় দিয়ে চলাচলকারী সব মানুষকে চরম বিপাকে পড়তে হয়।

কেন রাস্তায় বাস পার্কিং করা হয়েছে জানতে চাইলে পার্কিং করা একাধিক বাসের চালক জানান, আমরা রাস্তার এক পাশে বাস পার্কিং করে রেখে ট্রিপ মারার জন্য সিরিয়াল করে রেখেছি। রাস্তায় ছাড়া কোথায় রাখবো? এতে করে যানজটের সৃষ্টি  হচ্ছে বিপাকে পড়ছে সাধারণ যাত্রীরা তাহলে কেন এখানে বাস পার্কিং করেছেন জানতে চাইলে তারা বলেন, আমাদের বাস রাখার আর কোন জায়গা নেই তাই বাধ্য হয়েই এখানে রাখতে হয়েছে।

নগরীতে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের ভয়াবহ রূপ যানজটের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ভয়াবহতা এখন মতিঝিল বাণিজ্যিক এলাকা, নগরীর বিভিন্ন মহাসড়ক, অলি-গলিতেও ছড়িয়ে পড়েছে। রাস্তার দুই পাশে অপরিকল্পিত গাড়ি পার্কিংয়ের জন্য রাস্তার প্রস্থও ছোট হয়ে আসছে। ফলে যান চলাচলের বড় একটা জায়গা দখল হয়ে পড়ায় যানজট বাড়ছে।

রাজধানীর কমলাপুর সংলগ্ন মুগদাপাড়া থেকে মতিঝিলে চলাচলকারী লেগুনা চালক আব্দুল মালেক বলেন, প্রতিদিন রাজধানী ঢাকাবাসীর মূল্যবান সময় যানজটে পড়ে বিফলে যাচ্ছে। ১৫ মিনিটের গন্তব্যে পৌঁছার দূরত্বে এখন সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা।

তিনি বলেন, এই যানজটের কবলে পড়ে প্রতিদিন যানবাহনকে অতিরিক্ত সময় ইঞ্জিন চালু অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। বিশেষ করে সকালের দিকে মতিঝিলের এই যানজোটের কারণে যাত্রী নিয়ে অনেক সময় ইঞ্জিন চালু অবস্থায় রাস্তায় আটকে থাকতে হয়। শুধুমাত্র শুক্র-শনিবার ছাড়া প্রতিদিন এই এলাকার একই চিত্র।

এএস/এআরএস/পিআর