ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিভিন্ন বন্দরে ৩০ লাখের বেশি যাত্রীর হেলথ স্ক্রিনিং

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৩২ পিএম, ২৮ অক্টোবর ২০২১

করোনাকালে বিভিন্ন বন্দর দিয়ে বিশ্বের নানা দেশ থেকে বাংলাদেশে আসা ৩০ লাখের বেশি যাত্রীর হেলথ স্ক্রিনিং করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্তের পর ২০২০ সালের শুরুতে দেশের বিভিন্ন বন্দরে (বিমান, স্থল, সমুদ্র ও রেলওয়ে স্টেশন) আগত যাত্রীদের হেলথ স্ক্রিনিং (হেলথ কার্ড পূরণের মাধ্যমে তথ্য সংগ্রহ ও জ্বর পরিমাপ ইত্যাদি) শুরু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২০ সালের শুরু থেকে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পর্যন্ত বিভিন্ন বন্দর দিয়ে দেশে আসা মোট ৩০ লাখ ১ হাজার ১৫৯ জন যাত্রীর হেলথ স্ক্রিনিং করা হয়। তাদের মধ্যে হযরত শাহজালালসহ দেশের বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে ২২ লাখ ৯০ হাজার ৯৭২ জন, স্থল বন্দরে ৫ লাখ ৯২ হাজার ২২৩ জন, সমুদ্র বন্দরে ১ লাখ ১১ হাজার ২৩৫ জন ও রেলওয়ে স্টেশনে ৭ হাজার ২৯ জনের হেলথ স্ক্রিনিং করা হয়।

এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় আন্তর্জাতিক বিমানবন্দরসমূহে ৬ হাজার ৯২৪ জন, স্থল বন্দরে ১ হাজার ৫৬ জন এবং সমুদ্র বন্দরে ৩১৭ জনের হেলথ স্ত্রিনিং করা হয়।

এমইউ/এমআরআর/জেআইএম