ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অভিবাসীকর্মীদের স্বার্থ সংরক্ষণে তৎপর হতে বললেন মন্ত্রী

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০২১

অভিবাসীকর্মীদের স্বার্থ সংরক্ষণ, সেবা প্রদান ও সমস্যা সমাধানে দূতাবাস কর্মকর্তাদের তৎপর হবার পরামর্শ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ বুধবার (২৭ অক্টোবর) আবুধাবি ডায়ালগের সমাপনী অনুষ্ঠানের পর দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনসুলেট জেনারেলের অফিস পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী কনসুলেটের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অভিবাসীকর্মীদের কনসুলেট কর্তৃক প্রদত্ত বিভিন্ন সেবা এবং কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এর আগে মন্ত্রী আবুধাবি ডায়ালগে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ ডেলিগেশনের নেতৃত্ব দেন।

আবুধাবি ডায়ালগের সমাপনী অনুষ্ঠানে আগামী দুই বছরের জন্য এজেন্ডা চূড়ান্ত করা হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রী এ এজেন্ডা চূড়ান্ত করার বিষয়ে তার মতামত দেন যা আবুধাবি ডায়ালগের সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিক্রমে আবুধাবি ডায়ালগ সেক্রেটারিয়েট কর্তৃক গৃহীত হয়।

এমইউ/এমএইচআর