ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জেএমবির আস্তানায় অভিযান : আটক ৭

প্রকাশিত: ১১:৪০ এএম, ২৪ ডিসেম্বর ২০১৫

রাজধানীর মিরপুরে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আস্তানায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৭ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় ৬ তলার ওই ভবন থেকে ১৭টি গ্রেনেড উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার জেএমবির আস্তানায় অভিযান চালিয়ে ৭ জঙ্গিকে আটক করা হয়েছে। এসময় ১৭টি গ্রেনেড উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে, যা দিয়ে আরো ২০০ গ্রেনেড তৈরি করা যেত। বিকেল ৫টার দিকে এ অভিযান শেষ হয়েছে।

JMB

আটক ৭ জনের মধ্যে ৩ জন নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। বাকি ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানান মনিরুল ইসলাম।

ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি) ও বোমা নিষ্ক্রিয় দলের প্রধান ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার রাতে একজনকে আটক করা হয়। সে জানায়, ওই বাসাটিতে গ্রেনেড তৈরি হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা থেকে বাসাটিতে অভিযান চালানো হয়।

jmb

বোমা বিস্ফোরণ সম্পর্কে তিনি বলেন, অভিযানে আমরা ৫টি টিম কাজ করেছি।

এআর/একে/এমএস

আরও পড়ুন