জেএমবির আস্তানা থেকে আটক ৭ : গ্রেনেড উদ্ধার
রাজধানীর মিরপুরে জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ -জেএমবি`র আস্তানা থেকে ৭ জনকে আটক করেছেন আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া ৬ তলা ওই ভবন থেকে ট্রাঙ্ক ভর্তি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
তিনি জানান, আটক ৭ জনের মধ্যে ৩ জন নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্য। বাকি ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার (এডিসি) ও বোমা নিষ্ক্রিয় দলের প্রধান ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, বুধবার রাতে একজনকে আটক করা হয়। সে জানায়, বাসাটিতে গ্রেনেড তৈরি হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাত ৩টা থেকে বাসাটিতে অভিযান চালানো হয়।
তিনি আরো জানান, অভিযানের সময় ৬ তলার ওই বাসাটির দুটি মেস থেকে ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় ট্রাঙ্ক ভর্তি এবং রান্না ঘর ও শোয়ার ঘর থেকে একটি করে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। তবে ট্রঙ্কে কী পরিমাণ গ্রেনেড রয়েছে তা জানা যায়নি।
আটক ৭ জন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বলে জানান তিনি।
বোমা বিস্ফোরণ সম্পর্কে তিনি বলেন, অভিযানে আমরা ৫টি টিম কাজ করেছি। আমরাও বিস্ফোরণ ঘটাতে পারি, তারাও বিস্ফোরণ ঘটাতে পারে। বিষয়টি পরে জানাতে পারবো।
তবে অভিযানে ১০ রাউন্ড রাবার বুলেট ও টিয়াশেল নিক্ষেপ করা হয়েছে বলে এ সময় জানান তিনি।
এআর/আরএস/আরআইপি