২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর ঘোষণা ডিএসসিসি’র
২০১৬ সালকে পরিচ্ছন্ন বছর হিসেবে পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য বছর জুড়ে থাকবে বিশেষ পরিচ্ছন্ন অভিযান। আর পরিচ্ছন্নতার এই বিশেষ অভিযানে থাকবে, পরিচ্ছন্ন ভাবনা, পরিচ্ছন্ন বসন, পরিচ্ছন্ন নগর ও নগর জীবন।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র (ডিএসসিসি) সাঈদ খোকন। নগরীর পরিচ্ছন্নতা নিয়ে ঘোষণা দিতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন ডিএসসিসি মেয়র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৬ সালকে প্রথাগত পরিচ্ছন্নতা কর্মসূচির থেকে বেশি কিছু করবে। আমি নগরবাসীকে অনুরোধ করব, আসুন সবাই অংশ নিন। সবাই নগরের মেয়রের ভূমিকায় থাকুন।
এসময় তিনি বলেন, ২০১৬ সালের জানুয়ারি থেকে চলবে বিশেষ অভিযান। অবৈধ বিলবোর্ড থাকবে না। ফুটপাত দখল মুক্ত করা হবে। সবুজায়নে বিশেষ উদ্যোগ নেয়া হবে। সরকারি ও মালিকনা বাড়িগুলো রং করতে নির্দেশনা দেয়া হবে।
খোকন বলেন, সড়কগুলোর অবৈধ স্থাপনা সরিয়ে বিশেষ পরিবেশ বান্ধব এলইডি লাইট লাগানো হবে। আগামী ফেব্রুয়ারির আগেই এটি শুরু হবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি হটলাইন খোলা হবে। গঠন করা হবে জরুরি সেবার টিম।
খোকন বলেন, সূর্যাস্তের আগে নগরীর রাস্তায় ময়লা ফেলা যাবে না। আর সেই ময়লা সকাল ৭টার আগেই সরিয়ে নেয়া হবে। ময়লা ফেলার জন্য ৫৭টি নতুন স্থান নির্ধারণের চেষ্টা চলছে। ইতোমধ্যে ১০টি প্রায় চূড়ান্ত। আর যদি সব ওয়ার্ডে জায়গা না পাওয়া যায়, তবে মাটির নিচে ব্যবস্থা করার চিন্তা রয়েছে আমাদের।
গণসৌচাগারের জন্য পেট্রলপাম্পগুলোর সঙ্গে আলোচনা চলছে। তাছাড়া ছোট আকারে প্রয়োজনে ফুটপাত এলাকাতে করা যায় কি না সেটি চিন্তা করছি।
সাঈদ খোকন বলেন, নগরীর উন্নয়নে সমন্বয়ের ঘাটতি রয়েছে। তাই সমন্বিত উদ্যোগের জন্য আগামী ২৭ ডিসেম্বর ২৭টি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্পোরেশন বৈঠক ডাকা হয়েছে।
রাজধানীর সড়কে রাজনৈতিক বিলবোর্ড সরাতে পারবেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেকগুলো সড়ানো হয়েছে। এই চেষ্টা রয়েছে। অবৈধভাবে দখলে রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এবং পুলিশ প্রশাসন জড়িত বলে অভিযোগ করেন এই নগর পিতা।
এসএ/এআরএস/এমএস