ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাসেল দম্পতির মুক্তির দাবিতে ইভ্যালি গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ১৫ অক্টোবর ২০২১

প্রতারণার মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনের মুক্তির দাবিতে শাহবাগ ও আগারগাঁও এলাকায় মানববন্ধন করেছেন গ্রাহকরা।

শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে ইভ্যালি মার্চেন্ট ও ভক্তবৃন্দের ব্যানারে এ মানববন্ধন করেন তারা।

গ্রাহকরা মোহাম্মদ রাসেলের মুক্তি দাবি করে বলেন, ‘শুনেছি, ইভ্যালি পরিচালনায় নতুন কমিটি গঠন করা হবে। কিন্তু সেখানে রাসেল ভাইকে রাখা হবে না। এটা করা ঠিক হবে না। আর রাসেল ভাই যেহেতু সময় চেয়েছেন, আমাদের দাবি তাকে মুক্তি দিয়ে নজরদারির মধ্যে রাখা হোক।’

তারা আরও বলেন, ‘যুবক-ডেসটিনির কর্তৃপক্ষকে গ্রেফতারের পর গ্রাহকরা তাদের প্রাপ্য অর্থ ফেরত পাননি। ইভ্যালির সিইও-চেয়ারম্যান মুক্ত থাকলে আমাদের অর্থ বা পণ্য পাওয়ার সম্ভাবনা থাকবে।’

ইভ্যালি ফ্যান ক্লাবের অ্যাডমিন মোফতাছিম বিল্লাহ নাহিদ জাগো নিউজকে বলেন, দুপুরে শাহবাগে আমরা দাঁড়িয়েছিলাম। কিন্তু পুলিশি বাধায় সেখান থেকে চলে আসি। বিকেল ৪টার পরে আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভের সামনে মানববন্ধন করি।

jagonews24

সেখানে মানববন্ধন করার কারণ হিসেবে তিনি বলেন, আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে ই-ক্যাবের পলিসি টক অনুষ্ঠান হয়েছে বিকেলে। মূলত তাদের দৃষ্টি আকর্ষণের জন্য সেখানে মানবন্ধন করা হয়েছে। মার্চেন্ট-গ্রাহকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, প্যান্ডেমিকের সময় ই-কমার্স আমাদের ভালো সাপোর্ট দিয়েছে। যখন সবকিছু বন্ধ ছিল তখন ই-কমার্সে আমরা ব্যবসা-বাণিজ্য করতে পেরেছি। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে এখন আমাদের অনেক টাকা আটকে আছে। সরকারের উচিত- সবার কথা ভেবে ভালো একটা সিদ্ধান্ত নেওয়া।

এসএম/এআরএ