প্রতিবন্ধীদের প্রতি সকলের দায়বদ্ধতা রয়েছে : স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আমাদের প্রত্যেকেরই প্রতিবন্ধীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সে দ্বায়িত্ব পালনে সংসদ সদস্যসহ সকলকে আরো সচেষ্ট হতে হবে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির উদ্যোগে সংসদ সচিবালয় আয়োজিত এমপিদের সমন্বয়ে স্নায়ুবিকাশ জনিত সমস্যা (অটিজম) বিষয়ক কর্মশালায় সভাপতির বক্তৃতাকালে একথা বলেন তিনি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল। এসময় শতাধিক এমপি উপস্থিত ছিলেন।
স্পিকার বলেন, প্রতিবন্ধীরা আমাদের সমাজের একটি উল্লেখযোগ্য অংশ। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করা আমাদের সকলের দায়িত্ব। এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে এই কর্মশালাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার আরো বলেন, এই কর্মশালার মাধ্যমে সংসদ সদস্যরা বিষয়টি আরো গভীরভাবে জানার সুযোগ পাবেন। বাংলাদেশে এই বিষয়ে পর্যাপ্ত আইন রয়েছে, এসকল আইনের আরও কার্যকর পরিবর্তন রয়েছে কি না সে বিষয়েও ধারনা বের হয়ে আসবে। জনপ্রতিনিধিগণ জনগণের খুব কাছাকাছি অবস্থান করেন। তাই এই কর্মশালা হতে লব্ধ জ্ঞান তারা ভবিষ্যতে জনগণের কাছে সহজেই পৌঁছে দিতে পারবেন।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া সমাপনী বক্তব্য প্রদান করেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন বক্তব্য রাখেন।
কর্মশালায় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান হুইপ আ.স.ম ফিরোজসহ হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল স্বাগত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও সূচনা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. প্রাণ গোপাল দত্ত, নিউরো ডেভেলপমেন্ট ডিজঅ্যাবিলিটি প্রোটেকশন ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান ডা. মো. গোলাম রাব্বানী আলোচনায় অংশগ্রহণ করেন।
এইচএস/এসকেডি/আরআইপি