ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শ্যামলীতে শোরুম ম্যানেজার-টেকনিশিয়ানকে কুপিয়ে জখম

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ১২ অক্টোবর ২০২১

রাজধানীর শ্যামলীতে একটি মোটরসাইকেল শোরুমের ম্যানেজার ও টেকনিশিয়ানকে কুপিয়ে টাকা-পয়সা নিয়ে পালিয়েছে ১০-১২ জনের ডাকাত দল। মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শোরুমের ম্যানেজার ওয়াদুদ সজীব (৩৮) ও টেকনিশিয়ান হাসান (২৭)। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ইডেন অটোস (উত্তরা মোটরস শাখা) নামের ওই প্রতিষ্ঠানের এক মালিক আব্দুল খালেক বলেন, সন্ধ্যার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল কিছু বোঝার আগেই শোরুমে এসে আমার ম্যানেজার ও টেকনেশিয়ানকে কুপিয়ে জখম করে। তাদের দুজনকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচ-ছয় লাখ টাকা বিক্রি হয়। ডাকাত দল কত টাকা নিয়েছে এখনই বলা যাচ্ছে না। বিষয়টি হিসাব করে পরে জানানো হবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ওই প্রতিষ্ঠানের দুজন আহত অবস্থায় এসেছেন। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বিএ/এএসএম