ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দলে বিভেদ সৃষ্টিকারীদের শাস্তির হুমকি জাপা চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:২৬ পিএম, ১০ অক্টোবর ২০২১

লোভের ঊর্ধ্বে উঠে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেছেন, ‘দলের ভেতরে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

রোববার (১০ অক্টোবর) সকালে বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, জনগণের কাছে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে হবে। পার্টির নেতাদের লোভের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। জনগণের কাছে নন্দিত নেতা হতে হবে, নিন্দিত নয়।

শুভেচ্ছা বক্তব্যে দলটির নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, দলের ত্যাগী, মেধাবী, কর্মঠ ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের সমন্বয়ে জাতীয় পার্টিকে ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী শক্তিশালী রাজনৈতিক সংগঠন হিসেবে তৈরি করা হবে।

এ সময় জাপা চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের প্রতি বিশ্বস্ত থাকার অঙ্গীকার করেন চুন্নু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জাপার প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

এসএম/এমএইচআর/জিকেএস